শনিবার, নভেম্বর ৮ , ২০২৫
| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, কারণ তারা এর পরিণতি কী হতে পারে তা জানে।  চীনা কর্মকর্তারা তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলেও দাবি করেন তিনি।

রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু

সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, ‘ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে আমরা কিছুই করব না’, কারণ তারা জানে এর ফলাফল কী হবে।

চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, ‘এটি ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি (শি জিনপিং) এর উত্তর বোঝেন।’

ট্রাম্প জানান, এশিয়া সফরকালে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় শির সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। আর তাই এ বিষয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তিনি (শি জিনপিং) কখনও এটি উত্থাপনও করেননি, কারণ তিনি এটি বোঝেন।

তবে, শি কী বোঝেন সে বিষয়ে বলতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।’

তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে, অন্যদিকে ১৯৪৯ সাল থেকে দ্বীপটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে আসছে।

Share.
Leave A Reply

Exit mobile version